প্রশাসনের হস্তক্ষেপে পটুয়াখালীর দুমকিতে বন্ধ হলো বাল্যবিবাহ

প্রশাসনের  হস্তক্ষেপে পটুয়াখালীর দুমকিতে বন্ধ হলো বাল্যবিবাহ

আব্দুল আলীম খান পটুয়াখালী প্রতিনিধি ঃ দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড লাল খাঁ ব্রিজের দক্ষিণ পাশে পল্লান বাড়ির মোঃ রিপন পল্লানের মেয়ে মোসাঃ রিপা আক্তার (১৪) কে ৮ই মার্চ রোজ শুক্রবার বাল্য বিবাহ দেয়া কালে দুমকি থানার অফিসার তদন্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বাল্যবিবাহের সংবাদ পেয়ে এস.আই সুমন,এ.এস.আই ইউসুফ আলী, এ.এস.আই মোঃ জুয়েল ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে সরাসরি ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ নিশ্চিত হয়। এসময় উপস্থিত ইউপি সদস্য মোঃ বিপ্লব ও স্থানীয় গন্যমান্য সকলের সামনে বাল্যবিবাহটি স্থগিত ঘোষনা করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে বড় মোঃ রাহাত চৌকিদার,পিতা.মোঃ জালাল চৌকিদার, সাং. আমতলী ৮ নং ওয়ার্ড ও কনে রিপা আক্তার,পিতা.মোঃ রিপন পল্লান ও তার মাতা সকলে পালিয়ে যায়। তাদের অনউস্থিতে তাদের পক্ষে নিজস্ব গার্ডজিয়ান চার জনকে সাক্ষী করে এলাকার সকলের সামনে বাল্যবিবাহটি বন্ধের অঙ্গীকার নামায় সাক্ষর নেয়া হয়।এসময় এলাকাবাসী সকলে বাল্যবিবাহর পক্ষে নেই এবং ভবিষ্যতে কেহ এধরনের সমাজ বিরোধী ও সরকারি আইন না মেনে বাল্যবিবাহ দিতে গেলে স্থানীয় থানা অথবা নির্বাহী কর্মকর্তাকে সংবাদ প্রদান করবে বলে হাত তুলে প্রতিশ্রুতি দেয়।